ল্যাপটপে ওয়াইফাই স্লো হয় কেন?

ল্যাপটপে ওয়াইফাই স্লো হয় কেন?

 ল্যাপটপে ওয়াইফাই স্লো হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। অনেক সময় আপনার ল্যাপটপ থেকে রাউটার দূরে থাকলে সিগনাল দুর্বল হয়ে যায়, যার ফলে ইন্টারনেট স্পিড কমে যায়। আবার কখনো কখনো অনেক মানুষ একই সময়ে একটা নেটওয়ার্ক ব্যবহার করলেও স্পিড কমে যেতে পারে। আর অনেক সময় Bandwidth কম হওয়ার কারনেও  ল্যাপটপে ওয়াইফাই স্লো হয়। পুরনো রাউটার বা ল্যাপটপের ওয়াইফাই কার্ডও ধীর গতির জন্য দায়ী হতে পারে। এছাড়া ভাইরাস বা অনেক প্রোগ্রাম একসাথে চালু থাকলেও ইন্টারনেট স্লো হতে পারে। কখনো কখনো আপনার ইন্টারনেট প্রোভাইডারের দিক থেকেও সমস্যা হতে পারে। তাই এসব বিষয় খেয়াল করে দেখলে আপনি আপনার ল্যাপটপের ওয়াইফাই স্পিড বাড়াতে পারবেন।

ল্যাপটপে ওয়াইফাই স্পিড বাড়ানোর সহজ উপায় কী?

ল্যাপটপ রাউটারের কাছে নিয়ে যান, রাউটার রিস্টার্ট করুন, অন্য ডিভাইস থেকে লগআউট করুন, ল্যাপটপের ওয়াইফাই ড্রাইভার আপডেট করুন। এছাড়া অতিরিক্ত অ্যাপ বন্ধ করে দিন।

ল্যাপটপের ওয়াইফাই সিগনাল দুর্বল হওয়ার কারণ কী?

রাউটার থেকে দূরে থাকা, দেয়াল বা বড় আসবাবপত্রের বাধা, অন্য ইলেকট্রনিক ডিভাইসের ইন্টারফেরেন্স, কম Bandwidth, পুরানো ওয়াইফাই কার্ড বা আউটডেটেড ড্রাইভার ল্যাপটপের ওয়াইফাই সিগনাল দুর্বল করতে পারে।

ল্যাপটপে ওয়াইফাই কানেকশন বারবার ডিসকানেক্ট হয় কেন? 

পাওয়ার সেভিং মোড অন থাকা, রাউটারের সফটওয়্যার আপডেট না করা, ওয়াইফাই ড্রাইভার আউটডেটেড হওয়া, অন্য ডিভাইসের ইন্টারফেরেন্স বা ভাইরাস আক্রমণের কারণে ল্যাপটপের ওয়াইফাই বারবার ডিসকানেক্ট হতে পারে।

ল্যাপটপে ওয়াইফাই স্লো হলে কীভাবে ট্রাবলশুট করব?

প্রথমে স্পিড টেস্ট করুন, রাউটার রিস্টার্ট করুন, ল্যাপটপ রিস্টার্ট করুন, ওয়াইফাই ড্রাইভার আপডেট করুন, অন্য ডিভাইস ডিসকানেক্ট করুন, ভাইরাস স্ক্যান করুন। এগুলো করেও সমস্যা না গেলে টেকনিশিয়ানের সাহায্য নিন।

ল্যাপটপে ওয়াইফাই স্পিড বাড়াতে কোন সেটিংস চেঞ্জ করা যায়? 

পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংস চেক করুন, ওয়াইফাই অ্যাডাপ্টার সেটিংস থেকে পারফরম্যান্স মোড অন করুন, DNS সেটিংস আপডেট করুন, ব্যাকগ্রাউন্ড অ্যাপস বন্ধ করুন। এছাড়া ওয়াইফাই চ্যানেল পরিবর্তন করে দেখতে পারেন।

ল্যাপটপে ওয়াইফাই স্লো হলে কোন ফ্রি সফটওয়্যার ব্যবহার করা যায়?

NetSpot, WiFi Analyzer, Wireshark এর মতো ফ্রি সফটওয়্যার ব্যবহার করে ওয়াইফাই সিগনাল স্ট্রেংথ ও চ্যানেল পারফরম্যান্স চেক করা যায়। এগুলো ব্যবহার করে আপনি ওয়াইফাই স্পিড অপ্টিমাইজ করতে পারবেন।

ল্যাপটপে ওয়াইফাই স্লো হলে রাউটার সেটিংস কীভাবে চেক করব? 

রাউটারের IP অ্যাড্রেসে লগইন করুন, ফার্মওয়্যার আপডেট চেক করুন, চ্যানেল সেটিংস দেখুন, সিকিউরিটি সেটিংস চেক করুন। QoS সেটিংস অন করে দেখুন। প্রয়োজনে রাউটার ফ্যাক্টরি রিসেট করুন।

ল্যাপটপে ওয়াইফাই স্পিড টেস্ট করার বেস্ট ওয়েবসাইট কোনগুলো?

Speedtest.net, Fast.com, Google Speed Test, Ookla Speedtest এর মতো ওয়েবসাইট ব্যবহার করে আপনি সহজেই ল্যাপটপের ওয়াইফাই স্পিড টেস্ট করতে পারবেন। এগুলো ফ্রি এবং ব্যবহার করা খুব সহজ।

ল্যাপটপে ওয়াইফাই স্লো হলে ISP কে কল করার আগে কী করা উচিত? 

ISP কে কল করার আগে নিজে কিছু স্টেপ ফলো করুন। রাউটার রিস্টার্ট করুন, ক্যাবল কানেকশন চেক করুন, অন্য ডিভাইসে স্পিড টেস্ট করুন, ল্যাপটপ রিস্টার্ট করুন। এরপরও সমস্যা থাকলে ISP কে কল করুন।